Krishak Bandhu Status Check 2025 (নথিভুক্ত কৃষকের তথ্য): If you have already applied for or enrolled in the Krishakbandhu Scheme, still searching here and there for your final status, Then you are in the right place. In this article, we shall let you know How to check Krishak Bandhu Staus easily. Five documents are available to check your Kisok Bondhu status in 2025. Using any of the 5 documents, you can easily get your latest Krishak Bandhu Status directly from your phone or computer.
আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আগে দেখতে নাম নথিভুক্ত করে থাকেন, বা হালে আপনি নথিভুক্ত করার জন্য আবেদন দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার আবেদন পত্রটি গৃহীত হলো কিনা, সেটা জানার জন্য আপনাকে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক এর মাধ্যমে আপনি জানতে পারবেন।
Krishak Bandhu status check একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাদের জানা প্রয়োজন। মূলত যারা আগে থাকতে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, তাদের টাকা ব্যাংক একাউন্টে ট্রান্সফার হয়েছে কিনা? যারা নতুন আবেদন করেছেন তাদের স্ট্যাটাস কি আছে ? যদি কারো কৃষক বন্ধু প্রকল্পের অবদান খারিজ হয়ে যায় সে ক্ষেত্রে আপনারা কৃষক বন্ধু ডট নেট দিয়ে আপনাদের আবেদন পত্রটি কী পরিস্থিতি আছে সেটা চেক করে নিতে পারেন।
চলুন দেখে নেয়া যাক, কৃষক বন্ধু প্রকল্পে চাষিরা কিভাবে তাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। মূলত দুটি ওয়েবসাইট ব্যবহার করে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এই দুটি ওয়েবসাইট হলো krishakbandhu.net এবং Matirkatha.net।
আর হ্যাঁ, , আপনাদের জানিয়ে রাখি, অনেকেই কৃষক বন্ধু প্রকল্পটিকে ভুল করে Kishore Bondhu Status Check, বলে সার্চ করে থাকেন, উনাদের উদ্দেশ্যে জানাতে চাই, কিশোর বন্ধু প্রকল্প বলে যে প্রকল্পটি আপনারা খোঁজেন, আসলে সেটি হল কৃষক বন্ধু প্রকল্প। যাই হোক আপনারা কৃষক বন্ধু কিশোর বন্ধু, দুটোকে না গুলিয়ে ফেলে কৃষক বন্ধু বলে গুগলে সার্চ করুন। আশা করি, আপনারা এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পটিকে কিশোর বন্ধু প্রকল্পের সঙ্গে গুলিয়ে ফেলবেন না।
আচ্ছা এবার আপনাদের কে বলি, আপনারা কিষক বন্ধু স্টেটাস চেক করে কী কী জানতে পারবেন ?? কী কী আপনাদের জন্য অতীব প্রয়োজন সেগুলো নিচে দেওয়া আছে, চলুন একবার দেখে নেওয়া যাক। …
- Check Krishak Bandhu’s application status.
- You will Know your KB ID number.
- You can check installment details.
- কৃষক বন্ধু status জানতে পারবেন।
- কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা ঢুকল কিনা সেটা জানতে পারবেন।
তাহলে চলুন আপনাদের ধাপে Krishak Bandhu status check প্রক্রিয়াটি দেখিয়ে দেয়া যাক।
- প্রথমে আপনাদেরকে Krishak Bandhu status check করার জন্য krishakbandhu.net এবং Matirkatha.net, যেকোনো একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। Matirkatha.net গেলে কৃষক বন্ধু লিঙ্ক টি ক্লিক করে krishakbandhu.net এ যেতে হবে। যেমন উপরে দেখানো হয়েছে…
- তারপর official website krishakbandhu.net গিয়ে আপনাদের কে “নথিভুক্ত কৃষকের তথ্য “ অপশনটিতে ক্লিক করতে হবে।
- এর পর বামদিকে “Select Option” থেকে ভোটের কার্ড আইডি টি সিলেক্ট করতে হবে।
ওখানে মোট পাঁচটি অপ্শন দেওয়া আছে, যেমন
- Voter Card
- Aadhar Card
- Bank A/c No
- KBID
- Mobile Number
- Acknowledgement No
এদের মধ্যে থেকে আপনার সুবিধামত যেকোনো একটি ব্যবহার করতে পারেন। আমারা এখানে ভোটার কার্ড ব্যবহার করব।
- কৃষক বন্ধু চেক লিস্ট দেখার জন্য আপনাকে এবার যে উইন্ডো টি খুলবে সেখানে সার্চ বক্সে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটি দিতে হবে।
- ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়ার পর আপনি একটি বক্স দেখতে পাবেন “আই এম নট রোবোট” ( I’m not robot) অপশনটিতে ক্লিক করতে হবে। যদি কোন ক্যাপচা ফিল করতে দেয়, বা কোন পাজেল থাকে তা সল্ভ করে আপনাকে সার্চ অপশনটি ক্লিক করতে হবে।
- কিছুক্ষণ পর আপনার কৃষক বন্ধু সম্বন্ধীয় যাবতীয় তথ্য আপনার কাছে চলে আসবে।
- আপনি পেজটিতে আপনার নাম, AKD আইডি, কৃষক বন্ধু আইডি(KB ID), আপনার আধার কার্ড নম্বর, আপনার জমির পরিমাণ, টাকা ট্রান্সফার কবে হবে, বা টাকা পাবেন কিনা, বা টাকা ট্রান্সফার হয়ে গেলে ট্রান্সফার সাকসেস দেখাবে।
Here This is Just what you will get for your own Just like others.
AKD ID : XXX46161XX9369xxxxx
KB ID: XXX8932xxxx
Aadhaar ID: XX893299xxxxx
Farmer Name: SK ABDUL
District: MURSHIDABAD
Block: BARYA
Gram Panchayat: BURWAN 11
Village: XXX
Total Land(In Acre): 0.42
Status: Approved
Transaction Status: Transaction success
এইভাবেই বন্ধুরা আপনার মোবাইল নম্বর, আধার নম্বর, বা ভোটার কার্ড নম্বর, কেবি আইডি, ইত্যাদি ব্যবহার করে সহজেই আপনার কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন।
যখন আপনি আপনার লেনদেনর স্থিতি দেখতে পাবেন – অনুমোদিত বা Approved এবং সফল বা Success তখন জানবেন, আপনার কিস্তি ইতিমধ্যেই আপনার ব্যাঙ্কে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে ৷ আপনি শুধু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপডেট করুন বা UPI এর মাধ্যমে ব্যালেন্সের চেক করার সুবিধা থাকে টা হলে ও আপনি তা ব্যবহার করে অনায়াসে দেখে নিতে পারেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ কৃষক বন্ধুর টাকা ঢুকল কিনা।
Krishak Bandhu Status Check @Krishakbandhu.net 2025 | Krishak Bandhu status check voter Card |Krishak Bandhu Checklist 2025-2026 | kishore bondhu Status Check
If you have already registered for the Krishak Bandhu Scheme or recently submitted your Krishak Bandhu Application 2025 and want to know whether your application was granted or not, you are eligible to get the benefits of the Krishak Bandhu Scheme or not. To know everything, you must visit two websites to check your Krishak Bandhu Scheme 2025 status.
Let’s see how farmers can check their status under the Krishak Bandhu scheme. Basically, you can check your status using two websites: krishakbandhu.net or Matirkatha.net. Using these two websites, you can easily check the status of your application.
Please remember, Kishore Bandhu Prakalpa misunderstands the words of the original Krishak Bandhu Prakalpa. Those who search on Google Kishore Bandhu Prakalpa Instead of Krishak Bandhu Scheme, please check your spelling twice.
So let us know the Krishak Bandhu status check online process step by step…. Below, we described how you could quickly check Kisok Bandhu’s Status by following some easy steps. Here we go.
- Step-1: Visit the official website – krishakbandhu.net, on your mobile or computer browser. If you visit Matirkatha.net then you must find out the Krishk Bandhu Option (কৃষক বন্ধু) and click on it.
- Step-2: Now click on krishakbandhu.net to find out “নথিভুক্ত কৃষকের তথ্য “ this options. And click on it.
- Step-3: Now you must choose one from the left search Box called “Select Option”. There are a total of 5 documents available. Choose any one of the listed five document types.
- Voter Card
- Aadhar Card
- Bank A/c No
- KBID
- Mobile Number
- Acknowledgement No
As we already said, you can choose any one of them. We shall choose a Voter card to show you how to check your status.
- Step-4: Now, when the new window opens, to view the Kriishak Bandhu Check List, you have to enter your voter ID card number in the search box; now click on the check box named “ I’m not a robot ” option. If their puzzle comes, solve it, and after the tick box comes, just click on search options.
- Step-5: After some time, all information about your Krishakbandhu will come to you.
- Step-6: Now you are done. The page will show your name, Krishak Bandhu ID(KB ID), your Aadhaar card number, your land size when the money will be transferred, whether you will receive the money, or “transfer success” if the money is transferred.
Also Read: Krishak Bandhu Payment Date