সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের উদ্বোধন সরাসরি দেখুন

কৃষকবন্ধু নতুন প্রকল্পের সূচনা, কৃষকদের পাশে থাকার অঙ্গীকার মুখমন্ত্রীর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

কৃষিকে আরও লাভজনক জীবিকা করার উদ্দেশ্যে ভার্চুয়াল মাধ্যমে শুভ সূচনা করলেন কৃষকবন্ধু (নতুন) প্রকল্প। কৃষকের সাথে | কৃষকের পাশে। কৃষকবন্ধু ( Krishak Bandhu ) প্রকল্প উদ্বোধনে মুখ্যমন্ত্রী – মমতা ব্যানার্জী সরাসরি নবান্ন থেকে লাইভ …..

Krishak Bandhu Scheme New inauguration Live from Nabanna
Krishak Bandhu Scheme New inauguration Live from Nabanna

কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের উদ্বোধন সরাসরি দেখুন


তারিখ : 17ই জুন 2021
স্থান : নবান্ন
কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার


সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, কৃষক বন্ধু (KrishakBandhu) প্রকল্পের উদ্বোধন 2021

সৌজন্যে: CN News

সরাসরি লাইভ দেখুন —

কৃষক বন্ধু প্রকল্প সুবিধা এক নজরে —

  •  আজ থেকে কৃষক ও ভাগ চাষীদের  বছরে আর্থিক  সহায়তার  পরিমাণ দ্বিগুণ করা হলো।
  •  এবার থেকে চাষিরা  সর্বাধিক ১০,০০০ টাকা ও সর্বনিম্ন ৪০০০ টাকা পাবেন।
  •  দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই প্রকল্পের টাকা।
  •  এই অর্থমূল্য খরিফ  ও  রবি মৌসুমের শুরুতে চাষীদের একাউন্টে দিয়ে দেওয়া হবে।
  •  কৃষকবন্ধু ( নিশ্চিত আয়)  প্রকল্পে ইতিমধ্যেই প্রায় 65  লক্ষ কৃষক  ও ভাগযাচীরা  নথিভুক্ত করেছেন,  এনারা সকলেই নতুন প্রকল্পের উপভোক্তা হিসাবে বিবেচিত হবেন।
  •  ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকের মৃত্যু হলে পরিবারকে এককালীন দু লক্ষ টাকা  আর্থিক সহায়তা প্রদান করা হবে (KrishakBandhu Death Benefit Scheme) এর মাধ্যমে ।  

2 thoughts on “সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের উদ্বোধন সরাসরি দেখুন”

Leave a Comment