কৃষকবন্ধু নতুন প্রকল্পের সূচনা, কৃষকদের পাশে থাকার অঙ্গীকার মুখমন্ত্রীর।
কৃষিকে আরও লাভজনক জীবিকা করার উদ্দেশ্যে ভার্চুয়াল মাধ্যমে শুভ সূচনা করলেন কৃষকবন্ধু (নতুন) প্রকল্প। কৃষকের সাথে | কৃষকের পাশে। কৃষকবন্ধু ( Krishak Bandhu ) প্রকল্প উদ্বোধনে মুখ্যমন্ত্রী – মমতা ব্যানার্জী সরাসরি নবান্ন থেকে লাইভ …..
কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের উদ্বোধন সরাসরি দেখুন
কৃষকবন্ধু প্রকল্প 2024 | KrishakBandhu Status check 2024
তারিখ : 17ই জুন 2021
স্থান : নবান্ন
কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, কৃষক বন্ধু (KrishakBandhu) প্রকল্পের উদ্বোধন 2021
সৌজন্যে: CN News
সরাসরি লাইভ দেখুন —
কৃষক বন্ধু প্রকল্প সুবিধা এক নজরে —
- আজ থেকে কৃষক ও ভাগ চাষীদের বছরে আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হলো।
- এবার থেকে চাষিরা সর্বাধিক ১০,০০০ টাকা ও সর্বনিম্ন ৪০০০ টাকা পাবেন।
- দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই প্রকল্পের টাকা।
- এই অর্থমূল্য খরিফ ও রবি মৌসুমের শুরুতে চাষীদের একাউন্টে দিয়ে দেওয়া হবে।
- কৃষকবন্ধু ( নিশ্চিত আয়) প্রকল্পে ইতিমধ্যেই প্রায় 65 লক্ষ কৃষক ও ভাগযাচীরা নথিভুক্ত করেছেন, এনারা সকলেই নতুন প্রকল্পের উপভোক্তা হিসাবে বিবেচিত হবেন।
- ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকের মৃত্যু হলে পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে (KrishakBandhu Death Benefit Scheme) এর মাধ্যমে ।
New krishok bandhu karbo
Duare Sarkar Camp Bosle Apply Korte Paren
Athoba Apnar nikatam Agriculture Office e giyeo Apply korte paren.