Krishak Bandhu Payment Release date 2025 : পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রবি মৌসুমের জন্য ( Rabi season ) টাকা দেওয়া শুরু হয়েছে। এ বছরে যারা দুয়ারে সরকারের মাধ্যমে অথবা অনলাইনে কৃষক বন্ধুর প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারাও এই কিস্তির টাকা পাবেন। আজ অর্থাত্ ২৭ই নভেম্বর ২০২৪ তারিখ থেকে কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হয়েছিল। আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে, অতিসত্ত্বর আপনার নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করুন।
যতদূর খবর পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের পক্ষ থেকে, এবং নবান্ন সূত্রে মাধ্যমে যারা কৃষক বন্ধু নতুন (Krishak Bandhu Natun) প্রকল্পে আবেদন জানিয়েছিলেন, যাদের আবেদন গ্রহণ হয়েছে সবাই এক এক করে কিছুদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন ।
যে সমস্ত উপভোক্তা এখনো টাকা পাননি, তারা অবশ্যই কৃষক বন্ধু অনলাইন পোর্টালে নিজের আধার কার্ড ভোটার কার্ড, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, ইত্যাদি ব্যবহার করে কৃষক বন্ধু পোর্টালে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারেন। সঙ্গে আপনার ব্যাংকের আপডেট করে দেখে নিতে পারেন আপনার একাউন্টে টাকা ঢুকলো কিনা।
২০২৫ সালে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করার জন্য, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছিল। যে সমস্ত উপভোক্তা এবং চাষী ভাইরা, ওই ক্যাম্পে নিজেদের ডকুমেন্টস সহ আবেদন জানিয়েছিলেন, তারা অবশ্যই কৃষক বন্ধু পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাস একবার চেক করে নিন।
আধার কার্ড(Aadhar Number) বা ভোটার কার্ড(Voter Card), কৃষক বন্ধু আইডি (KB ID), ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ( Bank A/c) অথবা এগুলোর যদি কোনও কিছুই মনে না থাকে চিন্তা করবেন না হাতের কাছে আছে আপনার মোবাইল নম্বর, সেটা দিয়েও আপনারা Krishak Bandhu Status চেক করে দেখতে পারেন।
এখানে শুধু আপনাকে দেখতে হবে আপনার কৃষক বন্ধু (Krishak Bandhu) Account Valid দেখাচ্ছে কিনা । যদি Account Valid দেখায়, অথবা আপনার স্টেটাস Approved শো করে, তাহলে আপনি কৃষক বন্ধুর কিস্তির টাকা অতিশীঘ্রই পাবেন। আপনার কৃষক বন্ধুর টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ ক্রেডিট হবেই।
কিভাবে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে হয় সেটা জানতে নিচের লেখাটি অবশ্যই মনোযোগ দিয়ে পড়ুন। আপনি যদি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে জানেন এবং লিঙ্ক খুঁজছেন তাহলে নিচের লিংকে ভিজিট করতে পারেন।
krishakbandhu Payment Status Check | নথিভুক্ত কৃষকের তথ্য |
কৃষক বন্ধু চেক করুন ভোটার আইডি কার্ড , মোবাইল বা আঁধার নম্বর দিয়ে | Krishak Bondhu Payment Status |
Krishak Bandhup Prakalpa Payment date 2025 : কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে ২০২৫?
কৃষকবন্ধু প্রকল্প 2024 | KrishakBandhu Status check 2024
কৃষক বন্ধু প্রকল্প নতুন, এর আওতায় ২০২৫ সালের প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি উপভোক্তা নাম নথিভুক্ত করেছিলেন। আগেরও পুরনো মিলিয়ে যত কিছু বন্ধু রয়েছে তাদের সকলের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ২৭ই, নভেম্বের ২০২৪ থেকে দেয়া শুরু হয়েছিল, যারা পাননি তারা আপনাদের নিকটতম কৃষি দপ্তরে যোগাযোগ করুন…!
যেহেতু পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের, উপভোক্তা সংখ্যা কয়েক লক্ষ, সেজন্য সকলকে একই দিনে একই সময়ে, হয়তো টাকা দেয়া সম্ভব হয়ে ওঠেনি। অথবা কোনো টেকনিক্যাল এর কারণে জন্য, সবার ব্যাংক একাউন্টে, টাকা ক্রেডিট হয়নি, সেই সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা চিন্তা করবেন না, কিছুটা হয়তো টাইম লাগতে পারে কিন্তু সবাই এই প্রকল্পের টাকা আগামী কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন।
প্রকল্পের নাম | Krishak Bandhu Prakalpa (পশ্চিমবঙ্গ সরকার ) |
Krishak বন্ধু প্রকল্প টাকা কবে ঢুকবে? | কৃষক বন্ধু প্রকল্প টাকা 2025 কবে ঢুকবে? |
কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা? | ২৭ই নভেম্বর ২০২৪ থেকে কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হয়ে গেছে। |
কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা চেক করুন। | Click Here |
কৃষক বন্ধু রবি মরসুমের 2024-২৫ টাকা কবে দেবে ? | টাকা দেওয়া চলছে গত 26ই নভেম্বের, 2024 তারিখ থেকে। |
বিস্তারিত তথ্য জানার জন্য নন-অফিকিয়াল ওয়েবসাইট | kisokbondhu.co.in |
অফিকিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
কৃষক বন্ধুর 202৪ টাকা আপনার বাঁক অ্যাকাউন্ট এ ঢুকেছে কিনা কিভাবে বুঝবেন ?
কৃষক বন্ধুর খারিফ মরসুমের (kharif season) টাকা ঢুকতে শুরু করেছিল ১৮ই জুন ২০২৪ থেকে | এবারে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম লোকসভা ভোটের জন্য একটু দেরি হয়ে গেছে…. আজ অর্থাত্ ২০২৪ এর খরিফর টাকা ঢুকতে শুরু করেছে । এই বছরে সালের প্রথম কিস্তির কৃষকবন্ধুর টাকা ঢুকছে ওই তারিখ থেকে, যাদের এখনো কোনও টাকা পান নি অথচ কৃষক বন্ধুর পোর্টালে আপনার স্টেটাস approved দেখছে তাদের কাছে অনুরোধ আপনার কিছুদিন অপেক্ষা করে যান আথবা আপনার নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন।
কৃষক বন্ধুর টাকা কিভাবে দেওবা হয় ? কত করে দেওয়া হয় ?
আপনাদের অবগতির জন্য জানাই, কৃষক বন্ধুর টাকা, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ দপ্তরের মাধ্যমে, দুইটি কিস্তিতে দেওয়া হয়। এক রবি মরসুম (Rabi Seasons) ও খারিফ মরসুম (Kharif Seasons) ,
পশ্চিম বঙ্গ সরকারের পক্ষ থেকে, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় উপভোক্তাদের যাদের ১ একরের বেশি জমির পরিমান তাদের কে বার্ষিক ₹ ১০,০০০ (Rs. 10,000/-) হাজার টাকা করে এবং যাদের ১ একরের কম জমির পরিমাণ তাদের বার্ষিক ₹ ৫০০০ হাজার টাকা দেওয়া হয় ।
কৃষক বন্ধুর রবি মরশুমের টাকা কবে ঢুকবে ২০২৫-২৬?
যদি সব কিছু ঠিক ঠাক চলছে, কৃষক বন্ধুর ২০২৫-২৬ এর খরিফ মরশুমের (খরিফ মরশুমের – ) টাকা জুন ২০২৫ এর মধ্যে সকল কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্ট এ ক্রেডিট হয়ে যাবে। যদি কারোর কোনও সমস্যা থাকে তাহলে আপনারা এখুনি আপনার নিকটবর্তী কৃষি বিভাগে যোগাযোগ করুন… আশা করা যায় আপনাদের রবি মরসুমের (Rabi Season) আগমী ডিসেম্বর মাস 202৫ এর মধ্যে টাকা ঢুকে যাবে, যারা এখনো পাননি, তারা সত্ত্বর যোগাযোগ করুন।